অবতক খবর,২৫ অক্টোবর,নববারাকপুর : দশমীর সন্ধ্যায় নববারাকপুর পুরসভার ৬নং ওয়ার্ডের দেবী ঘাট রোডে নোয়াইখালে প্রতিমা নিরঞ্জনে মানুষের ঢল নামে। মঙ্গলবার সন্ধ্যায় নববারাকপুর পুরসভা এবং বিলকান্দা ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন সার্বজনীন ও বারোয়ারি পুজো কমিটির মাতৃ প্রতিমা সুসজ্জিত নিরঞ্জন সহকারে প্রতিমা বিসর্জন ঘিরে এলাকার মানুষের উন্মাদনা উচ্ছ্বাস ছিল লক্ষনীয়।ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ বারাকপুর থানার ওসি বিজয় কুমার ঘোষ এবং পুরসভার পুরপ্রধান প্রবীর সাহার উপস্থিতিতে দেবী ঘাট রোডে অভিনব ও আকর্ষণীয় দুর্গা প্রতিমা নিরঞ্জনে প্রতিযোগিতা ঘিরে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তা দের অংশগ্রহণ আলোড়ন ফেলে দেয় এদিন ।

নববারাকপুর পুরসভার ৬নং ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় দেবী ঘাট রোডে প্রতিমা নিরঞ্জনে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা, ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, পুরদলনেতা ডাঃ পংকজ কুমার অধিকারী, ডাঃ নিতাই পদ রায়, পুর প্রতিনিধি জয়গোপাল ভট্টাচার্য, মনোজ সরকার, সুমন দে, নির্মিকা বাগচী, আরতি দাস মল্লিক,সমাজসেবী মৃদুলা সাহা, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, পঞ্চায়েত সদস্য সেখ আলমগীর আলি, সুবল বিশ্বাস, ৬নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক পুষ্পল খাঁন, পীযূষ দাস, সহ ওয়ার্ডের বিশিষ্ট জনেরা।পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান ।বলেন পুরসভার দেবী ঘাটে সুসজ্জিত শোভাযাত্রা সহকারে বারোয়ারি ও সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা প্রতিমা বিসর্জন দিতে আসেন। নিউ বারাকপুর থানার পুলিশ প্রশাসন এবং স্হানীয় পুর প্রতিনিধি ডাঃ পংকজ কুমার অধিকারী সহ ওয়ার্ডের বিশিষ্ট মানুষের সহযোগিতায় একটা সুন্দর পরিবেশ যথেষ্ট আলোড়ন ফেলে দেয়। দেবী ঘাটে প্রতিমা নিরঞ্জনে জনজোয়ার ঢল নামে।উল্লেখ্য নিউ বারাকপুর থানার সমন্বয় কমিটির পুজো পরিক্রমার শারদ সন্মান প্রাপক ক্লাব সংগঠন গুলির নাম ঘোষণা করেন থানার এসআই সমীরণ দাস দেবী ঘাট প্রতিমা নিরঞ্জন মঞ্চে।