নববারাকপুরঃ বায়োডাইভারসিটি অত্যন্ত প্রয়োজন। পরের প্রজন্মের কাছে সুস্থ পরিবেশ দেওয়া প্রত্যেকের ভাববার দরকার আছে। পরিবেশকে সঠিক রাখতে উদ্যানে ফল ফুলের গাছ। সুন্দর পাখি আসবে। ফুলে প্রজাপতি আসবে। এগুলি দরকার আছে। সারা রাজ্যে ৩৯ টি বায়োডাইভারসিটি পার্ক রয়েছে। পরিবেশ দপ্তরের এক্তিয়ারে। নববারাকপুরে ও বায়োডাইভারসিটি পার্ক হতে পারে।
বুধবার নতুন বছরের সন্ধ্যায় নববারাকপুর পুরসভার ১৫ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে ৬ নং ঝিল সংলগ্ন সুখসায়র নামাঙ্কিত উদ্যানের শুভ উদ্বোধন করে কথা গুলি বলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। জলাশয়ের সংস্কার করে আধুনিক ও মনোরম পরিবেশ ফিরিয়ে দেওয়াও হল নববারাকপুরের মানুষকে। বছরের প্রথমদিন নববারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে একটি ঝিলের সংস্কার করে উদ্বোধন করা হল সুখসায়র উদ্যানের।
মন্ত্রী বলেন, খুবই সুন্দর সুখসায়র উদ্যানের।এটা পরিবেশ সচেতনতার নিদর্শন ও দৃষ্টান্ত। পুর এলাকার মানুষের কাছে সচেতনতা পৌছে দিতে খুবই ভালো উদ্যোগ। একটি ভালো বায়োডাইভারসিটি কাজ করছে। নামটা যখন নববারাকপুর। মানে নব নব রুপে চাই সাজুক শহর। উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, সমাজসেবী মৃদুলা সাহা বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধিরাসহ অন্যান্যরা।
মন্ত্রী এদিন নিজে ঝিলে হাঁস-ও ছাড়লেন। প্রায় ৪৩ লক্ষ টাকা ব্যায়ে এই ৬ নং ঝিলটির সংস্কার সাধন করে উদ্যানের উদ্বোধন করা হল। এদিন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এই এলাকার বাসিন্দা পূর্ব সিকিমে বেড়াতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত শাসমল পরিবারের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন।
তিনি পরিবারকে সমবেদনা জানান। এবং পরিবারটির পাশে থাকবার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই পরিবারের সদস্যরা আমাদের দলের কর্মী, তাই দলগত ভাবেও তাদের পাশে আমরা থাকবো। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে পাশাপাশি ওয়ার্ডের কৃতি ছাত্র-ছাত্রী ও তাদের মায়েদের সংবর্ধিত করা হয়। এলপিটি মিউটেশন নামপত্তনের শংসাপত্র প্রদান করা হয়। এবং দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়।