অবতক খবর,১৫ ডিসেম্বর: রবিবার সকালে নববারাকপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী সুপ্রাচীন বহুমুখী সামাজিক সংগঠন কিশোর সংঘের উদ্যোগে নিজস্ব সংঘ গৃহে হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও মানবিক দান কর্মসূচি। শিবিরের উদ্বোধন করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা।

পুরপ্রধান বলেন,এলাকার সুপ্রাচীন ক্লাব সামাজিক দায়বদ্ধতা পালনে মানব সেবায় রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করছে।খুব ভালো লাগছে নতুন প্রজন্মের ছেলেরা একে অপরের পাশে দাঁড়িয়ে সামাজিক কাজ করছে। পাশাপাশি খেলাধূলোর জন্য সামনের মাঠকে ব্যবহার করুন।

উপস্থিত ছিলেন পুর প্রতিনিধি দেবাশিস মিত্র সহ ক্লাব সংগঠনের সদস্যরা। পুরপ্রধান এবং পুর প্রতিনিধি নিজে স্বাস্থ্য শিবিরে ব্লাড সুগার প্রেসার এবং ফুসফুসের পরীক্ষা নিরীক্ষা করান।