অবতক খবর,৩ মার্চ: সোমবার শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর নববারাকপুরে পরীক্ষার্থীর সংখ্যা ৭৫৪ জন। পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে আহারামপুর সাহারা বয়েজ হাই স্কুলে এদিন সকালে পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের হাতে একটি গোলাপ ফুল, জলের বোতল ও কলম দিলেন পুর প্রতিনিধি তথা পুরপ্রধান প্রবীর সাহা। ছিলেন ওয়ার্ড কমিটির সদস্যরাও।
পুরপ্রধান প্রবীর সাহা বলেন আহারামপুর সাহারা বয়েজ হাই স্কুল উপ পরীক্ষা কেন্দ্রে লেনিনগড় শিক্ষা নিকেতন, মাসুন্দা বয়েজ এবং কোদালিয়া আগাপুর হাই স্কুলের ১১৬ জন পরীক্ষার্থী বসেছে। তাদের সকলকে শুভেচ্ছা বিনিময় করে সকলের পরীক্ষা ভালো হোক আশীর্বাদ করে একটি গোলাপ ফুল, জলের বোতল এবং কলম তুলে দেওয়া হয়। পাশাপাশি পুলিশ প্রশাসন ও অন্যান্য পরীক্ষা কেন্দ্রে ঘুরে দেখেছেন। সর্বত্র ভালো ভাবে ছেলে মেয়েরা পরীক্ষা কেন্দ্রে পৌছে গিয়েছে।পরীক্ষার্থী ও অভিভাবকরা খুশি পুরপ্রধানের এহেন মানবিক উদ্যোগে।