অবতক খবর,২৪ মার্চ, নববারাকপুর :বাঙালির প্রিয় বসন্ত উৎসবে মেতে উঠল প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা।বসন্তের আগমনে শিমুল পলাশের গন্ধে রং বেরঙের আবিরে নাচে গানে কবিতায় প্রভাতী পদযাত্রায় আলোড়ন ফেলে দেয় নববারাকপুর আহারামপুর সরকার অনুমোদিত ৩নং ইউনিটের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষিকা শিক্ষক দের আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো এদিন।
রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবি নিয়ে কচিকাচা শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা সন্মিলিত ভাবে বর্ণাঢ্য সুসজ্জিত পদযাত্রায় নাচে গানে আলোড়ন ফেলে দেয়।শেষে বিভিন্ন শ্রেণীর বিদ্যালয়ের খুদেরা বসন্তের ভিন্ন গান নাচ কবিতা পরিবেশন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলয় মহন্ত জানান বাঙালির প্রিয় দোল উৎসব।বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছেন।
প্রতি বছরের মতো এবছর ও বিদ্যালয়ের কচিকাচাদের আনন্দ উপভোগে পদযাত্রার পাশাপাশি বসন্তের ভিন্ন পর্যায়ের বিভিন্ন নাচ গান আবৃত্তি করেন পরিবেশন করেন ছাত্রীরা।বিদ্যালয়ের সকল সহ শিক্ষক শিক্ষিকা অভিভাবক দের সন্মিলিত সহযোগিতায় বসন্ত উৎসব সফল রুপ দান করে। দোল উৎসবে সকলে সুন্দর ভাবে আনন্দ উপভোগ করবে এটাই বার্তা দেব।