অবতক খবর,৬ ডিসেম্বর,নববারাকপুর : ভারতরত্ন বাবাসাহেব ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের ৬৮ তম মহাপ্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাল নববারাকপুর মাসুন্দা ড: বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটি ও নিউ বয়েজ ক্লাব। শুক্রবার সকালে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নববারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডের মাসুন্দা নিউ বয়েজ ক্লাব প্রাঙ্গণে আম্বেদকর মর্মর মূর্তি তে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয় ।
উদ্যোক্তাদের পক্ষে আম্বেদকর অনুরাগী অনিমেশ বিশ্বাস বলেন আজ ৬ ডিসেম্বর ১৯৫৬ সালে বাবাসাহেব ড. বি আর আম্বেদকর দিল্লি নিজ বাসভবনে চির নিদ্রায় মারা যান। তার স্মৃতিতে দিনটি মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালন করা হয়। ভারতের সংবিধান প্রণেতা ভারতরত্ন বাবাসাহেব ড: ভীমরাও রামজি আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাল নববারাকপুর ড: বি আর আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটি। আম্বেদকর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় পুর প্রতিনিধি শিক্ষিকা শোভা রায়, জনপ্রিয় চিকিৎসক ডাঃ নিতাই পদ রায়, আম্বেদকর অনুরাগী সংগঠক দিলিপ বিশ্বাস, অনিমেষ বিশ্বাস , গোলক খাঁ, শম্ভু নাথ মন্ডল, অমিতাভ বিশ্বাস, বিমল বিশ্বাস,মাধব বসু, সহ স্থানীয় বিদ্যালয়ের পড়ুয়ারা ।