অবতক খবর,১২ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: নবনির্মিত নতুন মন্দির উন্মোচনের মধ্য দিয়ে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে প্রায় ২০০ বছরের বুড়ো রাজের
পূজা অনুষ্ঠিত হয়। জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই পুজোয় প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগদান করে।

পূজার উদ্যোক্তা শিশির ঘোষ, পরিমল ঘোষ, অভিজিৎ ঘোষ, হারাধন ঘোষ, পরীক্ষিত ঘোষরা জানান আমাদের পূর্বপুরুষরা এই স্থানে চাষ করতে আসতো শত চেষ্টা করেও এই স্থানে চাষ করা যায় নাই। তাই প্রায় ২০০ বছর আগে বাবা বুড়োরাজ স্বপ্নাদেশের মাধ্যমে বাবা বুড়োরাজ এই স্থানে প্রতিষ্ঠিত হয়ে পূজিত হয়। সেই থেকে এই স্থানে জঙ্গলের মধ্যে কয়েকটি ইটের তৈরি করা বাবা বুড়োরাজের মূর্তি কে সামনে রেখে পূজো হতো।

তাই এই বছর আজ মাঘী পূর্ণিমার তিথিতে বেশ কয়েকজন গ্রামবাসীর আর্থিক সহযোগিতায় প্রায় ৮ লক্ষ টাকার খরচে নবনির্মিত তৈরী নতুন মন্দির উন্মোচন করে মধ্যপ্রদেশ থেকে আনা প্রায় ২৬ হাজার টাকার খরচে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে, আজ সকাল থেকে হরিনাম সংকীর্তন এর মধ্য দিয়ে আজ গ্রামবাসীর উদ্যোগে মাঘী পূর্ণিমার তিথিতে হোম যজ্ঞের, পুজো অর্চনা আরতি, সহ দুপুরে প্রায় তিন থেকে তিন থেকে চার হাজার মানুষজনের ভোগ গ্রহণের মাধ্যমে আনন্দ উৎসাহের সঙ্গে ধুমধাম এর সহিত এই পূজা অনুষ্ঠিত হয়।
উদ্যোক্তাদের দাবী প্রায় ২০০ বছরের এই বুড়ো রাজ ভীষণ জাগ্রত। এই বাবা বুড়োরাজের কাছে কাছে কেউ মানত করলে অনেক রোগ সহ মানত পূরণ হয় বলে জানান এলাকাবাসীরা।
এই পূজা উপলক্ষে আজ বাবা বুড়োরাজের মন্দির প্রাঙ্গণে প্রচুর ভিড়ে মাধ্যমে সব ধর্মের মানুষজনের মিলনক্ষেত্র তৈরি হয় বলে জানান পূজা উদ্যোক্তারা।