নবদ্বীপে কোনো টেন্ডার ছাড়াই পঞ্চায়েতের কলের পাইপ ও বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে

অবতক খবর,৬ আগস্টঃ কোনো রকম টেন্ডার ছাড়াই পঞ্চায়েতের কলের পাইপ ও বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করে দেওয়া হচ্ছে।

এমনি চাঞ্চল্যকর অভিযোগ উঠল তৃণমুল পরিচালিত নবদ্বীপ ব্লকের চর মাঝদিয়া চর ব্রক্ষ্মনগর পঞ্চায়েতের বিরুদ্ধে । স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের অভিযোগ, গত বেশ কয়েকদিন ধরেই এইব এলাকার মাটির নীচ থেকে পাইপ তুলে বিক্রি করে দিচ্ছে পঞ্চায়েতের প্রধান।

আজ সকালে আবার সেই পাইপ তুলে নিয়ে যাচ্ছিলেন কিছু ব্যাক্তি তখন বিজেপির কয়েকজন সেই গাড়ি আটকে টেন্ডার বা বৈধ কাগজ পত্র দেখতে চাইলে তা দেখাতে পারেনি গাড়ির চালক।

ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে যান এবং তিনিও কোনরকম কাগজ দেখাতে পারেননি।

তারপরই বিজেপির উপর হামলা করে তৃণমূলের কিছু দুষ্কৃতী, মারধর করা হয় তাদের।

যদিও পঞ্চায়েত প্রধান রীনা দাস জানান,এটি সম্পূর্ন মিথ্যা অভিযোগ আমাদের পঞ্চায়েতে কোনরকম দূর্নীতি বা অবৈধ কাজ হয় না। আমাদের সমস্ত রকম টেন্ডার করা আছে ।

পাশাপাশি তিনি আরও বলেন, আমার উপর বিজেপি হামলা করেছিল।

সব মিলিয়ে একাধারে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সর্বত্র যেভাবে দুর্নীতি ও কেলেংকারীতে নাম জড়িয়েছে, তার ওপর নতুন করে পঞ্চায়েত ভোটের আগে নবদ্বীপের এই পঞ্চায়েতের বিরুদ্ধে এহেন অভিযোগের প্রভাব আগামী দিনে ভোট বাক্সে পরে কিনা তা দেখার সময়ের অপেক্ষা।