অবতক খবর,২ মার্চ: নবগ্রাম ব্লকের নগরা নীরদা দেবী আদিবাসী উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয় অডিটোরিয়াম হল ঘরের।
জানা যায় শনিবার বেলা এগারোটা নাগাদ এই অডিটোরিয়াম হল ঘরে উদ্বোধন করেন নবগ্রাম বিধানসভার বিধায়ক থানায় চন্দ্র মন্ডল।
এই ঘর উদ্বোধন হওয়াতে খুশি স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
এদিন ফিতে কেটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অডিটোরিয়াম হল ঘরের উদ্বোধন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপলাল মন্ডল,
নবগ্রাম ব্লক কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ হাসান বাঁশরী নগরা নীরদা দেবী আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব চন্দ্র দাস সহ স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।