অবতক খবর,৪ জানুয়ারি: দু সেকেন্ডে বিজেপিকে পিঁপড়ের মতো টিপে মেরে ফেলব, নন্দীগ্রাম থেকে বিজেপিকে আক্রমণ প্রাক্তন টিএমসিপি রাজ্য সভাপতি জয়া দত্তর, শুভেন্দু নেংটি ইঁদুর, বিজেপির পাশাপাশি বিরোধী দলনেতাকে আক্রমণ জয়া দত্তর।
ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ও তৃণমূল কংগ্রেসের ডাকে নন্দীগ্রামের ভূতা মোড়ে বশ্যতা বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন এ উপস্থিত ছিলেন প্রাক্তন টিএমসিপি রাজ্য সভাপতি জয়া দত্ত। নন্দীগ্রামে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন জয়া দত্ত। তিনি বলেন আপনাদের যিনি বিধায়ক, তিনি নেংটি ইঁদুর, ভাঁওতাবাদ মুখেই বড় বড় কথা বলে।
শুভেন্দুকে মানুষ চিনেছে মমতা ব্যানার্জির দয়ায়, ২০১১ সালের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই, যদি মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বদল নয় বদলা চাই, পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবো। দু সেকেন্ড সময় লাগবে বিজেপি বলে কোন নাম নন্দীগ্রামের মাটিতে থাকবে না। তিনি আরো বলেন নন্দীগ্রামের মানুষ যদি সিপিএমে ৩৪ বছরের শাসন পাল্টে দিতে পারে, তবে দুদিনের নেংটি ইঁদুর শুভেন্দু অধিকারী কে বুঝে নিতে বেশি সময় লাগবে না।