অবতক খবর,১০ জুলাই,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:নদীর বালি মাটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবারও একজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত মোস্তাকিন মল্লিক মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকার বাসিন্দা। পুলিশ জানায় মন্তেশ্বর ব্লকের সীমানা বরাবর খড়ি নদী বয়ে গিয়েছে , কিছুদিন আগে মন্তেশ্বর ব্লকের সমষপুর এলাকায় খড়িনদী থেকে নদীর বালি মাটি চুরির অভিযোগ আসে , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বালি মাটি ভর্তি ট্রাক রেখেই সবাই পালিয়ে যায় I
পুলিশ সেই ট্রাককে আটক করে আনে। পুলিশ তদন্ত নেমে গত ৩-৪ দিন আগে কুসুমগ্রাম এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে মোস্তাকিন মল্লিকের নাম উঠে আসে। গতকাল মঙ্গলবার রাতে কুসুমগ্রাম থেকে মুস্তাকিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ ধৃত কে কালনা মহকুমা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।