অবতক খবর,২৯ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:ভিন জেলা থেকে ধান কাটতে এসে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরের কাঠসিহি গ্রামে। মৃত শ্রমিকের নাম সুশীল রায় ,বাড়ি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার নাদপুর এলাকার বাসিন্দা।

বয়েস আনুমানিক ৫৫ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে নদীয়ার বাসিন্দা সুশীল রায় কয়েকদিন আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে কাটসিহি গ্রামে এক চাষীর বাড়িতে আমন ধান কাটার জন্য আসে। অন্যান্য দিনের মতো গতকাল কাজে যায় ধান কাটার সময়ে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করে ধান জমিতে লুটিয়ে পড়েন তিনি।

তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে পুলিশ ময়নাতদন্তের জন্য আজ দেহ কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।