Aabtak Khabar,12 May:  আন্তৰ্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে প্ৰতিবছর ১২ মে তারিখে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মাৰ্গদৰ্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন – নার্সিং একটি পেশা নয় সেবা। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্ৰতি শ্ৰদ্ধা জানাবার সাথে বিশ্বের ধাত্রীদের রোগীদের প্ৰতি দেওয়া স্বাস্থ্যসেবার জন্য কৃতজ্ঞতা প্ৰকাশ করা হয়।ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস (আইসিএন) ১৯৬৫ সাল থেকে এই দিনটি উদযাপন করে আসছে। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য, শিক্ষা ও কল্যাণ বিভাগের একজন কর্মকর্তা ডরোথি সাদারল্যান্ড প্রস্তাব করেন যে প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার “ধাত্রী দিবস” ঘোষণা করবেন; তবে তিনি তা অনুমোদন করেননি।

১৯৭৪ সালের জানুয়ারি মাসে,১২ মে দিনটি উদযাপনের জন্য নির্বাচিত হয় কারণ এটি আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী।প্রতি বছর, আইসিএন আন্তর্জাতিক নার্স দিবসের কিট প্রস্তুত এবং বিতরণ করে।
সর্বত্র নার্সদের ব্যবহারের জন্য শিক্ষাগত এবং উন্মুক্ত তথ্য উপকরণ রয়েছে।

সেরকমই সারা দেশের পাশাপাশি নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালেও আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হলো। এদিন ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর প্রতিকৃতিতে মাল্যদান এবং তার সঙ্গে মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করে আজকের বিশেষ দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর এই জেনারেল হাসপাতালের একাধিক স্বাস্থ্যকর্মী নার্স এবং ডাক্তাররাও। এদিন এই অনুষ্ঠানের পর হাসপাতালে নার্সদের সম্পর্কে একাধিক করণীয় কর্তব্য যেভাবে তারা করে চলেছেন তার বিষয়ে যথেষ্টই মন্তব্য রাখেন শান্তিপুর হাসপাতালে অন্যতম একজন ডাক্তার পবিত্র বেপারী।

জানান বর্তমানে ডাক্তারের সঙ্গে সমতুল্য ভাবে কাজ করছে হাসপাতালে নার্সরা। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তাদের এই কর্মকান্ড এবং তাদের যে রেজাল্ট তার সামনে এসেছে এবং তার থেকে একজন সফল স্বাস্থ্য কর্মী হিসেবে তাদের অবদান রীতিমতো সমাজে প্রশংসনীয় হয়ে উঠছে দিনের পর দিন। সারা দেশের পাশাপাশি শান্তিপুরও আজকের এই দিনটি পালন করা হলো এবং সমস্ত নার্সদেরকে আজকের দিনে বিশেষভাবে সম্মান এবং তাদেরকে সংবর্ধিত করা তার সঙ্গে বিভিন্ন হাসপাতালে এই দিনটিকে সাড়ম্বরে পালন করা স্বাস্থ্য কর্মীদের নৈতিক কর্তব্য আর সেই কর্তব্যতেই আজকে সকলে একত্রিত হয়েছেন।