অবতক খবর,১৪ সেপ্টেম্বরঃ নদীয়ার পূণ্যভূমি থেকে মাটি সংগ্রহ করতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একের পর এক খোঁচা রাজ্যের বিরোধী দলনেতার।
খেটে মরেছেন মজুর, আর খেজুর খাচ্ছেন হুজুর! ১১ সালের আগে ভাইপো কোথায় ছিল? পশ্চিমবঙ্গের সবাই জানে দুর্নীতির সঙ্গে যুক্ত কে রয়েছেন। যার স্ত্রীর নামে কয়লার টাকা ব্যাংককের একাউন্টে ঢোকে। এদিন নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আমার মাটি আমার দেশ এই কর্মসূচিকে সামনে রেখে গোটা দেশ জুড়ে মাটি সংগ্রহ করছে বিজেপি। এদিন নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় কৃত্তিবাস ওঝার জন্মস্থান থেকে মাটি সংগ্রহ করেন বিজেপির তরফ থেকে। সেখানেই উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
প্রথমে তিনি কৃত্তিবাস ওঝার মূর্তিতে মাল্যদান করেন। এরপর কৃত্তিবাস ওঝার জন্মভিটা পরিদর্শন করেন এবং সেখান থেকে মাটি সংগ্রহ করেন। এরপরেই কিছুক্ষণের জন্য মঞ্চে উঠে বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, কে ডি সিং এর কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টাকা নিয়ে মামলা দায়ের করেছিল। এরপরেও আমি প্রায় সাড়ে ৮২ হাজার ভোটে জয়লাভ করেছিলাম। যার স্ত্রীর ব্যাংকের একাউন্টে কয়েক লক্ষ টাকা ঢোকে।
যার শালী ভারত ছেড়ে পালিয়ে থাকে এবং যার বাবা মায়ের নামে লিভস এন্ড বাউন্স কোম্পানি রয়েছে। শুধু তাই নয়, যে কোম্পানির প্রথম সারির কর্মচারী এখন জেল খাটছেন।
এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ১১ সালের আগে কোথায় ছিলেন। আর পশ্চিমবঙ্গের মানুষ জানে কিভাবে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে।
ইডি সিবিআই প্রসঙ্গে তিনি বলেন, যে কাজ আমরা পারিনি সেই কাজ বিচার ব্যবস্থা করে দেখাচ্ছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।