অবতক খবর,গুড্ডু দাস,৪ সেপ্টেম্বর: সানস্কাই টেকনোলজি প্রাইভেট লিমিটেড নামে একটি সফটওয়্যার কোম্পানির মাধ্যমে দীর্ঘ দিন ধরেই আন্তর্জাতিক টেলিফোন কলকে লোকাল করে সফটওয়্যার এর মাধ্যমে প্রতারণা করছিল নদীয়ার সাগুনার এক যুবক। এরফলে কেন্দ্রীয় সরকারের বহু টাকা লোকসানের মুখ দেখেছে।
ভারত সরকারের টেলি মন্ত্রক বিভাগ থেকে অভিযোগের ভিত্তিতে নদীয়ার কল্যাণীর ওয়েবেল আইটি পার্কের ৪০৫ নম্বর ঘর থেকে শুভঙ্কর বৈদ্য নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে। কল্যাণী থানায় নিয়ে আসা হয় কি ভাবে এর উৎপত্তি এবং এর কে কে যুক্ত আছে তাকে জিজ্ঞাসা করা হবে বলে জানা যায়, আজ তাকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হবেএবং আবারো পুলিশের হেফাজত নেবার আবেদন জানানো হবে
এমন টাই পুলিশ সূত্রে খবর।