অবতক খবর,৩০ অক্টোবর,ইসলামপুর: নদীতে পড়ে রয়েছে ভ্যান রিক্সা, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রক্ত, উধাও ভ্যান চালক। ঘটনায় রহস্য দানা বেঁধেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামপুর এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুর এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শেরওয়ানি নদী। এদিন সকালে একটি ভ্যান রিক্সা নদীতে পড়ে থাকতে দেখেন স্হানীয় বাসিন্দারা।
এরপর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত। এতে সন্দেহ শুরু হয় বাসিন্দাদের মধ্যে। খবর জানাজানি হতেই এলাকার বাসিন্দারা সেখানে ভির জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর নদীতে তল্লাশি শুরু করা হলেও কোনো কিছু পাওয়া যায়নি।
স্হানীয় বাসিন্দাদের দাবি এই ভ্যান রিক্সাটি এলাকার নয়। এই নিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভ্যান রিক্সাটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।