অবতক খবর :: রাণাঘাট :: ৫ মে:: লকডাউনের কারণে গৃহবন্দী মানুষ। খাদ্যের সংকটও জায়গায় জায়গায়। বিশেষত দিনমজুরদের অবস্থা সঙ্গীন। এমন অবস্থায় আর্ত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এল নদিয়া জেলার রাণাঘাট-১ নং ব্লকের গোঁসাইচর গ্রামের ক্লাব গোঁসাইচর সমাজকল্যাণ সংঘ। ক্লাবের নিজ ব্যবস্থাপনায় আজ স্থানীয় দুঃস্থ বাসিন্দাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ক্লাব সম্পাদক বাপি বিশ্বাসের কথায়,” এই সময় প্রায় সকলেই সমস্যায়। আমরা সকলে মিলে প্রচেষ্টা করে প্রায় একশোটি পরিবারের হাতে তিন কেজি করে চাল, এক কেজি আলু, সয়াবীন,সাবান প্রভৃতি তুলে দিতে পারলাম। আগামী দিনেও এই প্রচেষ্টা জারি থাকবে। ”
নিত্য দিনের সামগ্রী পেয়ে স্বভাবতই খুশি বাসিন্দারা।









