অবতক খবর,২ ফেব্রুয়ারি: আজ মাধ্যমিক পরীক্ষার শুভ উদ্বোধন, ভোর থেকেই ছাত্র-ছাত্রীদের ভিড় বিভিন্ন সেন্টারগুলিতে, প্রথম দিন বলেই এই ভিড়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পর্ষদের নিয়ম অনুসারে সকাল সাড়ে আটটা থেকেই পরীক্ষা শুরু। রাত থেকে বৃষ্টি হলেও সকালে রোদ ঝলমলে পরিবেশ।
তারমধ্যে পাথর প্রতিমা ব্লকের গুরুদাসপুর মহেন্দ্র বিদ্যামন্দিরে সকাল আটটায় উদ্বোধন এলেন ঢোলাহাট থানার নূতন IC মানস চ্যাটার্জি, এবং পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা।