অবতক খবর,৯ জানুয়ারি: নতুন ভাবে পথচলা শুরু করল মেছাপোখোর জুনিয়র হাই মাদ্রাসা । বুধবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে পুনরায় উদ্বোধন করা হলো । মাদ্রাসা কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, এই জুনিয়র হাই মাদ্রাসা ২০০৮ সালে পথ চলা শুরু করে । ২০২৪ সালে সরকারিভাবে অনুমোদন পাওয়াই । নতুন বছরের প্রথম সপ্তাহে মেছাপোখোর জুনিয়র হাই মাদ্রাসার ফিতে কেটে উদ্বোধন করলেন আশারুবস্তি জালালউদ্দিন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম । সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জিয়াউল হক, ডক্টর মোহাম্মদ মশিরউদ্দিন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ।

উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে অতিথিরা বক্তব্য দেওয়ার সময় বলেন, এই মাদ্রাসা আগামী দিনে যাতে আরো বড় হয় সেই কামনা করেন । এই মাদ্রাসা স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পঠনপাঠন করতে পারবে। জানা গিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা সুবিধার্থে চোপড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের মেছাপোখোর গ্রামে এই জুনিয়র হাই মাদ্রাসা স্থাপনের জন্য আবেদন জানিয়ে ছিলেন স্থানীয় বাসিন্দারা।

সেই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের কাছে বহুবার জানানো হয়। এরপর ২০২৩ সালের প্রথম দিকে ইন্সপেকশন হয়। এদিন এই মাদ্রাসা স্কুলের শুভ সূচনা হল। এরফলে এলাকার সংখ্যা লঘু সমপ্রদায়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা হবে বলে দাবি শিক্ষা মহলের ব্যক্তিরা ।