অবতক খবর,৩০ ডিসেম্বর: যুব সমাজকে মাঠমুখী করতে এবং মাদক বিরোধী সচেতনতায় শুক্রবার এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করেছিল শ্যামনগর উৎসব কমিটি। আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে শ্যামনগরবাসীর এই প্রাণের উৎসব। চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। উক্ত পদযাত্রায় হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, উৎসব কমিটির সভাপতি সোমনাথ তালুকদার, ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর সম্রাট তপাদার, তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউ -সহ বৃহত্তর শ্যামনগর অঞ্চলের ক্রীড়াপ্রেমী এবং ক্লাব সংগঠনের কর্তারা।
পদযাত্রায় অংশ নিয়ে সাংসদ অর্জুন সিং বলেন, নতুন প্রজন্মকে সচেতন করতে শ্যামনগর কমিটি এই উদ্যোগ প্রশংসনীয়। সাংসদের কথায়, ড্রাগ ভাইরাসের মতোন। মানুষকে সচেতন না করলে এই ব্যধি বাড়বে।