অবতক খবর,৪ এপ্রিল: নতুন পাঁচটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষনা করল ISF.
উল্ললখযোগ্য হল ডায়মন্ড হারবার।।
সেখানে দাঁড়াচ্ছে না নৌসাদ সিদ্দিকী।। সেখানে দল প্রার্থী করেছেন মজনু লস্কর।।
যাদবপুর – নুর আলম খান।।
বালুরঘাট- মোজাম্মেল হক।
উলুবেড়িয়া -মফিকুল ইসলাম
ব্যারাকপুর-জামির হোসেন।
বসিরহাট লোকসভার প্রার্থী বদল হয়ে নতুন প্রার্থী হচ্ছে আক্তার আলি বিশ্বাস
ভগবান গোলা বিধানসভা- মহঃ মুর্শিদুল আলম।