অবতক খবর,৩০ জানুয়ারিঃ ISF নেতা নওশাদ সিদ্দকির গ্রেফতারীর প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে নন্দীগ্রামে মিছিল করল নন্দীগ্রাম ১ নম্বর ব্লক নাগরিক মঞ্চ। আইএসএফ নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ১৯ জনের উপর মিথ্যা মামলা এবং পুলিশি হেফাজতে আটক রাখার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সোমবার নন্দীগ্রাম বাজারে মিছিল করলো নন্দীগ্রাম এক নম্বর ব্লক নাগরিক মঞ্চ। অবিলম্বে নিঃশ্বর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি।
ABTAK EXCLUSIVE