অবতক খবর :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার নওদা থানার অভিনব উদ্যোগ থানার ওসি ও মেজো বাবুর যৌথ উদ্যোগে নওগাঁ এলাকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে ভ্রাম্যমান থানা গঠন করা হলো।
জানা যাচ্ছে বহু গ্রাম আছে নওদা থানার অন্তর্গত বিভিন্ন বিষয় নিয়ে বহুদূর থানা হওয়ার কারণে মানুষ তাদের অসুবিধার কথা জানাতে আসতে পারেন না। এছাড়াও অসুস্থ মানুষের কথা ভেবে নওদা থানার পুলিশ ছোট ছোট দল করে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নওদা থানা এলাকার বাসিন্দারা।