বর্ষের সূচনা পর্বেই ৯ জানুয়ারি, ২০২৪ চলে গেলেন রশিদ খান…
গায়ক চলে যায়, গায়কী থেকে যায়
থেকে যায় তার কন্ঠ মহাসংগীত চলমান

ধ্রুপদীয়া
তমাল সাহা

উচ্চাঙ্গ সংগীত কেন বলে কি জানি?
তোমার গায়কি তো হৃদয় ছুঁয়ে যায়
আমরা ডানা মেলি তোমার সুরের উষ্ণতায়।

রশিদ মানে আমি শুধু এটুকুই জানি।
উস্তাদ আমাদের উচ্চারণে ওস্তাদ হয়ে যায়
রশিদ মানে তো বিজ্ঞ-জ্ঞানী!

এ সময়ে আমার স্মৃতিশক্তি দ্রুত কাজ করে
এখন তোমাকে অনেকেই বলবে, মেরে ভাইজান!
মনে পড়ে সেই রাত
ঘুষ দিতে চাওনি বলে এই সংস্কৃতির বাংলায়
কারা তোমাকে করেছিল অপমান
মনে পড়ে, আমার সব মনে পড়ে রশিদ খান!

আওগে যব তুম ও সাজনা…
অঙ্গনা ফুল খিলেঙ্গ
সুর তো তুমহারি লিয়ে মেরি বিভঙ্গে!