অবতক খবর,১১ ডিসেম্বর,জলপাইগুড়ি: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে ধূপগুড়িতে সনাতনী ঐক্য মঞ্চের প্রতিবাদ মিছিল। বুধবার বিকেলে ধূপগুড়ি হাসপাতাল পাড়া থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে।
প্রতিবাদ মিছিলে পা মেলায় অসংখ্য সনাতনী। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্মম অত্যাচার, ধর্মীয় স্থানে হামলা , ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ এবং চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন হাতে জাতীয় পতাকা নিয়ে পথে নামে হিন্দুরা। ইউনুস সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের। অবিলম্বে এই হিংসা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে সনাতনী ঐক্য মঞ্চ।