অবতক খবর,২৩ ফেব্রুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: ধানের মড়াই ও খড়এর পালুইয়ে আগুন লাগানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ । ধৃত মজুবুল মল্লিক মন্তেশ্বরের কুসুমগ্রামের বাসিন্দা। মন্তেশ্বর থানা সূত্রে জানা গেছে, দিন দুইয়েক আগে রাতের অন্ধকারে কুসুমগ্রামের একটি মড়াই ও তিনটি পালুইয়ে আগুন লাগার ঘটনা ঘটে। মরড়াইয়ের ধান ও পালুইয়ের খড় সম্পূর্ণভাবে পুড়ে নষ্ট হয়ে যায়।
ঘটনায় মালিকদের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশ জানায় ,অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মজুবুলের নাম উঠে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে কুসুমগ্রামে বাড়ীর এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে শুক্রবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।