ধানমন্ডি
তমাল সাহা

আজ ১৭ মার্চ মুজিবের জন্মদিন
মুজিব নক্ষত্রলোকে দিয়াছে পাড়ি।
২২ নভেম্বর,২০১৯
আমি দাঁড়ায়ে রয়েছি মাথার উপরে ছবিটি তাহার,
এই সেই ধানমন্ডি মুজিবের বাড়ি।

জন্মে রক্তেভেজা ছিল তাহার শরীর
মৃত্যুতে সেই রক্ত আরো প্রগাঢতম গভীর।
আমি দেখিয়াছি তাহার রক্তমাখা ধুতি
স্থির দেহটি ধরিয়া রাখিয়াছিল কোন সিঁড়িখানি
মনে পড়ে তার অসহায় চোখের চাহনি।

ঝাঁঝরা গুলিবিদ্ধ বুক বসন্তে উড়ায়ে ফাগ
দেয়ালে লাগিয়াছিল রক্তের দাগ।

শেষ উক্তি তাহার, কোথায় মা তুমি!
হায় স্বদেশ! হায় জন্মভূমি!