অবতক খবর :: শিলিগুড়ি :: ২৬ এপ্রিল :: এলাকাবাসীর তৎপরতায় ধরা পরল ব্যাটারি চোর। শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার ঘটনা।
ব্যাটারি চুরি করে পালানোর সময় তিন দুষ্কৃতীর মধ্যে ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। মাটিগাড়া লেক্সিকন সংলগ্ন এলাকার লোকজন ওই দুষ্কৃতীকে আটকে রেখে মাটিগাড়া থানার পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যায়। জানা গেছে ওদের একটি চক্র এই ব্যাটারি চুরির কান্ডে জড়িত। স্থানীয় লোকজন বাকি দুষ্কৃতীদের ধরার দাবিতে সরব হয়েছেন।








