নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর ::হাওড়া ::১৩ই ডিসেম্বর::এবার রাজ্যের মন্ত্রী জানালেন, খুব দ্রুত রাজ্য সরকার আর পেঁয়াজ বাইরে থেকে কিনবে না। বৃহস্পতিবার হাওড়ার বাগনান-১ ব্লকের কৃষি, প্রাণিসম্পদ মেলার মঞ্চ থেকে একথা জানিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।
এদিন তিনি ওই মেলার উদ্বোধনে গিয়েছিলেন। সেখানে মন্ত্রী বলেন, আপাতত চাহিদার ৬০ শতাংশ পেঁয়াজ আমরা উৎপাদন করি। খুব দ্রুত ১০০ শতাংশই রাজ্যে উৎপাদন হবে।
সরকারি তথ্য অনুয়ায়ী দেশের ১১৪টি শহরে এক কেজি পেঁয়াজের গড় মূল্য ১০০ টাকারও বেশি। চলতি বছরের সেপ্টেম্বরের পর থেকে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে৷ পেঁয়াজের লাগামছাড়া দাম বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ৷
ঠিক কবে পেঁয়াজের দাম ফের লাগামে আসবে তা নিয়ে সন্দিহান অনেকেই৷ মহার্ঘ্য পেঁয়াজ দোকানে রাখতেও উদ্বেগে থাকছেন দোকানমালিকরা৷
কলকাতার বাজারে ১৪০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ৷ দক্ষিণের তিরুঅনন্তপুরম, কোজিকোড়, মায়াবন্দরেও দাম চড়া পেঁয়াজের৷ ওই জায়গাগুলিতে ১৬০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ৷