দ্বিমুখী
তমাল সাহা
মাধবরাধে! মাধবরাধে!
তুমি এখন চাষিপ্রেমে অন্ধ।
তুমি তখন কর্মপ্রেমী–
চাষির ভারত বন্ধ!
মাধবরাধে! মাধবরাধে!
আমার কথা শোনো
খোলসা করেই বলছি কথা
স্পষ্ট করে জেনো।
কাদের যেন পাঠালে তুমি
দেখতে কৃষক-লাশ!
তোমার বাগানে লক্ষ্মীকুসুম,
ফুটছে সাদা কাশ।
মণ্ডপেতে আসছে উমা
দেবো হাজার পঞ্চাশ!
মাধবরাধে! মাধবরাধে!
বলছি আমি শোনো
আয়না তোমার দৈর্ঘ্যের চেয়ে
অনেক বড় কেন?
মাস্কের নিচে আরেক মাস্ক
দারুণ তোমার মুখোশ
গবেষণা চলছে দেশে
কে রাক্ষসী আর রাক্ষস?
মাধবরাধে! মাধবরাধে!
তোমায় ভালোবাসি।
তাহার সাথে গোপন খেলা
আমি পরবাসী?
মাধবরাধে! মাধবরাধে!
এতো ছলাকলা!
ভুল করেছি,ভালোবেসেছি
সেই কোন সকাল বেলা!