এদিকে গঙ্গাসাগরের প্রস্তুতি চলছে, কপিল মুনির আশ্রম সাজানো হয়ে গিয়েছে। অন্যদিকে রাম মন্দিরের প্রস্তুতি চলছে।
জাগছে গঙ্গাসাগর, জাগছে সরযূ নদী।
জয় কপিলমুনি‌! জয় শ্রীরাম!
সবাইকে জানাই আগাম সেলাম

দ্বিমুখী
তমাল সাহা

কল্লোলিনী তিলোত্তমার এখন গভীর অসুখ।
জীবনানন্দের অর্ধনারীশ্বর দেখিয়াছি আমি,
দেখিয়াছি তাহার দুই মুখ।
রাজনীতি-ধর্মীয় জমায়েত দুই মাস বন্ধ থাকুক!

হে বঙ্গভূমি! মর, মরে যা তুই!
চাপড়াতে চাপড়াতে কপাল ও বুক।
জনতার ভিড়ে
নামিতেছে অন্ধকার সাগর তীরে
গাড়লের মতো কাশিতেছে কে খুকখুক!

হে ধর্মরাজ,ক্ষমতা! ক্ষমতা!
ধবল শাড়ির নিচে শীতল হাত
পৌষ সংক্রান্তির কুয়াশার ভিতর
মস্তানেরা ছড়াতেছে চতুর্দিক, হাতে হাতে বন্দুক।

কৃতজ্ঞতাঃ জীবনানন্দ দাশ
পুনঃ এই অক্ষরজীবী পুণ্যার্থীদের জানায় আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা 🙏