অবতক খবর,১২ মার্চ,ব্যারাকপুর : পবিত্র দোল উৎসব ও ঈদ উল ফিতর উপলক্ষে সম্প্রীতি বজায় রাখতে নিউ বারাকপুর থানার উদ্যোগে মঙ্গলবার রাতে স্থানীয় কস্তুরি ভবনে পুরসভা, বিলকান্দা ১ ও ২নং গ্রাম পঞ্চায়েত, সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান, পুরপ্রধান, উপপুরপ্রধান, বিদ্যুৎ স্টেশন ম্যানেজার, অগ্নিনির্বাপণ আধিকারিক, জামে মসজিদে ইমাম সাহেব ও মসজিদ কমিটির কর্মকর্তা দের উপস্থিতিতে হল সমন্বয় সভা।উপস্থিত ছিলেন থানার আইসি সুমিত কুমার বৈদ্য, এসআই অর্নব মিস্ত্রি,পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, বিদ্যুৎ এবং অগ্নিনির্বাপণ দপ্তরের আধিকারিকরা।থানার আইসি সুমিত কুমার বৈদ্য জানান আসন্ন পবিত্র দোল উৎসব এবং ঈদ উল ফিতর উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসবে সুস্থ সুন্দর ভাবে সফল করতে গ্রামে ও শহরে প্রধান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ ধর্মীয় প্রতিষ্ঠান গুলি কে নিয়ে হল প্রশাসনিক সমন্বয় সভা।