অবতক খবর,১৫ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: গতকাল শুক্রবার দোল উৎসবের রং খেলার সময় অশান্তি ও মারপিটের ঘটনায় উভয় পক্ষের ১০ জনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ‌ ধৃত সমীরন জয়, জগন্নাথ জয়, সুশান জয়, আকাশ জয় ও পরিতোষ ঘড়ুই, গোপাল ঘড়ুই ,রিন্টু ঘড়ুই, কালাচাঁদ ঘড়ুই, উজ্জ্বল ঘড়ুই, কেষ্ট ঘড়ুই এরা সবাই মন্তেশ্বরের কানপুর গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা গিয়েছে, গতকাল শুক্রবার কানপুর গ্রামে দোল উৎসব অনুষ্ঠানে মাহিক বাজিজে রং খেলার সময় সমীরন জয়, জগন্নাথ জয়দের সঙ্গে পরিতোষ ঘড়ুই , উজ্জল ঘোড়ুইদের বিবাদ সৃষ্টি হয়ে মারধরের অভিযোগ ঘটে । এবং উভয় পক্ষের মারামারি অশান্তির ঘটনা ঘটে কানপুর গ্রামে। এই ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ জানায়। পুলিশ জানায় , বড় ধরনের অশান্তি এড়াতে উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে ১০ জন কে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ।
ধৃত ১০ জনকেই আজ শনিবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।