অবতক খবর,২২ মার্চ, মালদা:- দোল উৎসবের আগেই নাচে গানে রং মেখে বসন্ত উৎসব পালন করলো মালদা ওমেন্স কলেজের ছাত্রীরা। তাঁদের সঙ্গে এই আনন্দ উৎসবে সামিল হয়েছিলেন সংশ্লিষ্ট কলেজের অধ্যাপিকারাও। শুক্রবার দুপুরে ইংরেজবাজার শহরের পিরোজপুর এলাকার অবস্থিত মালদা ওমেন্স কলেজে শতাধিক পড়ুয়ার রীতিমতো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই রং এবং আবির মেখে বসন্ত উৎসব পালন করেন। বিভিন্ন ধরনের রবীন্দ্রসংগীত এবং আধুনিক বাংলা গানেও মাধ্যমে জমে ওঠে পড়ুয়াদের এই বসন্ত উৎসব।
ওমেন্স কলেজের এই বসন্ত উৎসবের সামিল ছাত্রীরা জানিয়েছেন, শুক্রবার বাদ দিলে শনি , রবিবার এমনিতেই ছুটি। সোমবার দেবদোল এবং মঙ্গলবার মালদায় হোলি উৎসব পালিত হবে। ফলে চারদিন ছুটি থাকার ফলে সহপাঠীদের সঙ্গে সেভাবে যোগাযোগ হবে না। তাই এদিন আনন্দ করেই কলেজের সমস্ত স্তরের পড়ুয়ারা একজোট হয়ে এই বসন্ত উৎসব পালন করলাম।