অবতক খবর,১০ সেপ্টেম্বর: দেশের সর্বচ্চ আদালতের রায়ের পরও চিকিৎসকদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দলীয় কর্মসূচীতে যোগ দিতে উত্তরবঙ্গে আসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে মাথাভাঙ্গার উদ্যশ্য রওনা দেন তিনি।
তবে তার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি এয়ে একাধিক বিষয় নিয়ে রাজ্যের সরকারকে একহাত নেন তিনি। আরজি কর কান্ড নিয়ে চিকিৎসকদের লাগাতার চালিয়ে যাওয়া আন্দোলনকে বন্ধ করে মঙ্গলবার বিকেল ৫টার মধ্য কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন দেশের সর্বচ্চ আদালত, তবে যতক্ষন না দোষীরা উপযুক্ত শাস্তি না পাচ্ছে ততক্ষন আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।তাদের এই সিদ্ধান্তকে সমর্থন করে সাধুবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ প্রসঙ্গে জানান,রাজ্যের শিক্ষা জেলে গিয়েছে,এবার স্বাস্থ্যও জেলে যাচ্ছে।