অবতক খবর,১৬ নভেম্বরঃ গ্লোবাল পিস ফটো অ্যাওয়ার্ড ২০২২ চ্যাম্পিয়ন। এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অনুষ্ঠান টি ইওরোপের ভিয়েনায় অস্ট্রিয়ান পার্লামেন্ট এ অনুষ্ঠিত হয়। বিশ্বের ১২০ টি দেশ থেকে কুড়ি হাজার ছবি জমা হয়েছিল। সেখান থেকে রাশিয়া, গ্রেট ব্রিটেন, ভারত সহ মোট পাঁচটি দেশের ছবি সিলেক্ট করা হয়।

মূলতঃ শান্তির বার্তা বহনকারী ছবিগুলো এই প্রতিযোগিতায় স্থান পেয়ে থাকে। ভারত বর্ষের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট সৌরভ দাস প্রথম পুরস্কার পায়। খুশি কোলাঘাট বাসি। সৌরভ কে মান পত্র, মেডেল ও আট লক্ষ টাকা প্রাইজ মানি তুলে দেওয়া হয়েছে।এবং অস্ট্রিয়া যাতায়াত থাকা খাওয়া সব সংস্থা থেকে বহন করা হয়েছে।