অবতক খবর,২৫ জুন: এখন ভারতবর্ষে দেশপ্রেমের জোয়ার বইছে। দেশপ্রেম, জাতীয়তাবাদ কোনমতেই খারাপ নয়। চীনা সীমান্তের লাদাখের গারোওয়ান অঞ্চলে ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন। সেই শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হচ্ছে সারা ভারতবর্ষ ব্যাপী।

এ ব্যাপারে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বিজেপি দল। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গেছে এই শ্রদ্ধাজ্ঞাপন মিছিলের মাধ্যমে চলছে হাসাহাসি।সেখানে কোন নীরবতা বা মৌনভাব নেই। যেন দায়সারা গোছের শহীদ স্মরণ, শ্রদ্ধা চলছে। ওই গান্ধী মূর্তির পাদদেশে এসে মোমবাতি প্রজ্জ্বলন আর চীন বিরোধী স্লোগান, চীনা দ্রব্য বয়কট করো এইসব ধ্বনিত হচ্ছে।

কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন যে,চীনা দ্রব্য বয়কট করতে হবে কেন? ভারতীয় রাষ্ট্রই যদি চীনা দ্রব্যাদি আমদানি বন্ধ করে দেয় তাহলেই তো চিনা দ্রব্য বয়কট হয়ে যায়। স্বাভাবিক ভাবেই ভারতবর্ষে আর চায়না মেড জিনিসপত্র আর পৌঁছয় না। মূল জায়গায় আন্দোলন না করে চীনা দ্রব্য বয়কট করো, তাদের এই লোকদেখানো আন্দোলনের মানে কি?

অন্যদিকে এও দেখা যাচ্ছে যে বিজেপি সাংসদ অর্জুন সিং যিনিও দেশপ্রেমে উত্তাল হয়ে উঠেছেন, তিনিও বিভিন্ন জায়গায় শহীদদের যে শ্রদ্ধা দেখাচ্ছেন,দেখা যাচ্ছে তিনি জুতো পায়ে পরেই শহীদ বেদীতে মালা দিচ্ছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এটা কি ধরনের শ্রদ্ধাজ্ঞাপন, সাধারণ মানুষ বুঝতে পারছে না। অর্থাৎ দেশপ্রেম নিয়েও ছেলেখেলা চলছে। দেশপ্রেম ও দেশের শহীদদের আত্মবলিদান এতে নিশ্চিতভাবে অপমানিত হচ্ছে।