অবতক খবর,১৮ সেপ্টেম্বরঃ এই অঞ্চলে দেশপ্রেমী ও জাতীয়তাবাদী বলে ইতিমধ্যেই পরিচিতি পেয়ে গিয়েছে চন্দন রায়। জাতীয় পতাকার অবমাননা সে সহ্য করতে পারে না। সে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, শহীদ বলিদান দিবস পালন করে নিজের উদ্যোগে। পড়ুয়াদের হাতে সে পঠন সামগ্রী হাতে তুলে দেয়। করোনা সময়কালীন বছরগুলিতে সে উল্লেখযোগ্য কাজ করেছে।

রাস্তায় জাতীয় পতাকা পড়ে থাকলে তা যেন লোকে মাড়িয়ে না যায়,সেই পতাকা যাতে কোনমতে লাঞ্ছিত না হয় সেই পতাকাগুলো সেই সংগ্রহ করে উপযুক্ত স্থানে রেখে দেয় সেই চন্দন এখন তার সংসার পরিচালনার জন্য রোল,মোমো চাওমিন বিক্রি করছে ফুটপাতে। সে তার দোকানের নাম দিয়েছে হিন্দুস্থানী রোল সেন্টার।

সে একটি কিয়স্ক বানিয়েছে,ঠেলা গাড়ি। এটি এখন তাঁর পেটের দানাপানি জোগাচ্ছে। চন্দন বলে,কোনো কাজই ছোট নয়, খেটে খাচ্ছি উপার্জন করছি এটাই বড় কথা।