অবতক খবর,১৮ জুন: মঙ্গলবার ভারতীয় সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল লাদাখের গালওয়ান অঞ্চলে ভারতীয় সেনা এবং চীন সেনাদের মধ্যে অভূতপূর্ব সংঘর্ষ হয়। জানা যায়,এই সংঘর্ষে কোন মেশিনগান, কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। অদ্ভুত এই রণকৌশল,এতে অস্ত্র ছিল সেই পাথর,লাঠি, লোহার রড,রডের মাথায় কাঁটাতার প্যাঁচানো,এই সমস্ত মারণাস্ত্র।বর্তমান যুগে অদ্ভুত এই রণ উপকরণ।
সীমান্ত এলাকায় কার অধিকার, মূলত এই নিয়েই যুদ্ধ।এই সংঘর্ষে ভারতীয় ২০ জন জওয়ান নিহত হয়েছেন। চীনের পক্ষে হতাহতের সংখ্যা ৪৩ বলে জানা গেছে।
ভারতবর্ষে এখন দেশপ্রেমের জোয়ার চলছে। জাতীয়তাবাদ উদ্বোধনের প্রক্রিয়া চলছে। শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে কাঁচরাপাড়া অঞ্চলে দেশসেবক বলে ইতিমধ্যে পরিচিতি পেয়ে গেছে চন্দন রায়। তাঁর নেতৃত্বেই মোমবাতি হাতে একটি মৌন মিছিল কবিগুরু রবীন্দ্র পথ হয়ে
গান্ধী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে এসে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করে। এই মিছিলে অংশগ্রহণ করেছেন এলাকারই তরুণ,তরুণী,বয়স্কা মহিলা এবং সাধারণ মানুষ।