অবতক খবর :: গজলডোবা :: ২৫ এপ্রিল :: চলছে লকডাউন। দেশজুড়ে বন্ধ প্রায় সমস্ত প্রকার শিল্প,ব্যাহত উৎপাদন। বন্ধ হয়ে গেছে পর্যটন শিল্পকেন্দ্রগুলিও। উত্তরবঙ্গ বরাবরই পর্যটন শিল্পের জন্য মানুষের ছুটির ঠিকানা। কিন্তু লকডাউন তাতেও বাধ সেধেছে।

চুড়ান্ত খারাপ অবস্থায় উত্তরবঙ্গের পর্যটন শিল্প। এক মাসের উপরে বন্ধ গজলডোবা টুরিষ্ট লজ। ভবিষ্যত নিয়ে চুড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটাচ্ছেন সমস্ত কর্মচারী। এক কর্মচারী জানিয়েছেন,” এইভাবে চলতে থাকলে পুরোপুরি ভেঙে পড়বে উত্তরবঙ্গের পর্যটন শিল্প। ঘুরবার জন্য রাখা নৌকাগুলিও ব্যাবহার না হতে হতে প্রায় নষ্ট হয়ে যেতে বসেছে।”
এখন দেখার সরকার পর্যটন শিল্প পুনর্গঠনে এবং বর্তমান সংকটকালীন সময়ে পর্যটন কর্মীদের জন্য কী পদক্ষেপ নেয়।









