অবতক খবর,৩ মার্চ: দেশজুড়ে হু হু করে বাড়ছে সোয়াইন ফ্লু(H1N1)। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ঝড়ের গতিতে বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বর পর্যন্ত ২০,৪১৪ জন আক্রান্ত এবং ৩৪৭ জন মারা গিয়েছেন। শুধুমাত্র দিল্লিতেই আক্রান্তের সংখ্যা ৩,১৪১ বলে জানা গিয়েছে।
এছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যে ঘাতক সোয়াইন ফ্লু থাবা বসিয়েছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা— কেরালা- ২,৮৪৬ মহারাষ্ট্র- ২,০২৭ গুজরাট- ১,৭১১ তামিলনাড়ু- ১,৭৭৭ রাজস্থান- ১,১৪৯
সোয়াইন ফ্লু-এর বাড়বাড়ন্তে চিন্তায় ফেলে দিয়েছে চিকিত্সকদের। এই রোগের উপসর্গগুলি হল- জ্বর, সর্দি, কাশি। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) দিল্লির ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভিলেন্স প্রোগ্রাম (আইডিএসপি) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে নিয়মিত রিপোর্ট পেয়ে এই রোগের প্রাদুর্ভাবের উপর নজর রাখছে।
সোয়াইন ফ্লুতে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে যে সব রাজ্যে- মহারাষ্ট্র- ৭১, কেরালা: ৬১, গুজরাট: ৫৫, পাঞ্জাব: ৪৮, ছত্তিশগড়: ৪৩, হরিয়ানা: ২৬ জন মারা গিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, সোয়াইন ফ্লু বছরে প্রায় ১০০ কোটি মানুষকে আক্রান্ত করে। যার মধ্যে ৩০-৫০ লক্ষ আক্রান্তরা গুরুতর আক্রান্ত হয়ে পড়ে। প্রতি বছর বিশ্বব্যাপী ২লক্ষ ৯০ হাজার থেকে ৬লক্ষ ৫০ হাজার আক্রান্তের মৃত্যু পর্যন্ত হয়।
দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হওয়ায়, স্বাস্থ্য বিশেষজ্ঞরা জটিলতা প্রতিরোধে টিকাদান, সঠিক স্বাস্থ্যবিধি এবং সময়মত চিকিৎসা পরামর্শ-সহ কড়া সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।