আমি এক আনাড়ি!
তুমি বলো বসন্ত উৎসব পূর্ণিমার চাঁদ
ক্ষমা করিও আমায়
চোখের দূষণ আমার সেই কবেকার
আমি দেখিতেছি চতুর্দিকে রাষ্ট্রীয় মরণফাঁদ!

দেখিতেছি
তমাল সাহা

এবার ক্রমে ক্রমে ফুটিতেছে রক্তিম পলাশ। আমি দেখি বৃক্ষতলে স্তূপীকৃত আশ্চর্য লাশ।

তোমরা বলো স্বাগত স্বাগত বসন্ত উৎসব! আমি দেখিতেছি নিহত সব মানুষের শব।
চারিদিক নিথর নিস্তব্ধ নিশ্চুপ নীরব।

তুমিও দেখিতেছ ঝরিতেছে কৃষ্ণচূড়া,
রক্তাক্ত হৃদয় তাহার।
ঝুঁকিয়া আছো মাটির দিকে শনাক্ত করিতেছ এ মুখটি কাহার?

ভাবিতেছ হয়তো বা নিশ্চিত এ আমার!