অবতক খবর :: ফুলবাড়ি :: ৫মে ::   লকডাউনের সুফল কুফল দুই-ই বোধহয় একসাথে মিলছে মানুষের হাতে। লকডাউনের কারণে বিশ্বজুড়েই বন্ধ পরিবহন,কল কারখানা; ফলতই দূষণের গ্রাফ যে অনেকটাই পড়তির দিকে তা বলাই বাহুল্য। ফুলবাড়ি ব্যারেজ মহানন্দা নদীতে সারা বছরই মাছ পাওয়া যায়। তবে লকডাউনের ফলে দূষণ কমে যাওয়ায় বেড়েছে মাছের প্রজনন ও উৎপাদন। বোরোলি, নদীয়ালি, ট্যাংরা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছের দেখা বেশি মিলছে। এতে মৎসজীবী মহল খুশি হলেও কপালে চিন্তার ভাঁজ বরং কমেনি।

শঙ্কর সরকার নামে জনৈক মৎস্যজীবী জানান, “আগের তুলনায় এখন বেশি পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে। এটা ভালো খবর। আগে বোরোলি, নদীয়ালি মাছ খুব কম পাওয়া যেত। আগে যেখানে এক-দেড় কেজি করে মাছ পেতাম, আজ সেখানে প্রায় ৪ কেজি করে মাচ্ছ পাওয়া যাচ্ছে। কিন্তু মাছ পেলেও লকডাউনের জন্য খদ্দের মিলছে না। আমরা প্রায় ৪০ জন মৎস্যজীবী রয়েছি কিন্তুু খদ্দের না পাওয়ায় মাছ পেয়েও লাভ হচ্ছে না আমাদের।”
লকডাউন উৎপাদন বাড়ালো ঠিকই বাজার বাড়ালো কি ?