তুরগা প্রকল্পে অযোধ্যা পাহাড়ে নিধন হবে ১২ লক্ষ গাছ।আদিবাসী-বনবাসী জীবন হবে সম্পূর্ণরূপে বিপর্যস্ত। পরিবেশ হারাবে ভারসাম্য। এ কোন,কাদের উন্নয়ন? আদিবাসী জনজাতির উন্নয়ন হবে কি?

দূর্ যা প্রকল্প
তমাল সাহা

ই শালো সরকার পকল্প মারাইনছে!
আরে শালো পকল্প মানে-টো আমাকে বুঝাইয়ে বুলতো!

প্রকিষ্ট কল্পনা হইলো তোর পকল্প।

আদিবাসী হটাইয়ে বনভূমি ধ্বংস কইরে
ই শালো কিমন প্রকিষ্ট পকল্প?
ই শালো কি উন্নয়ন?

উবার সরকার অযোধ্যা পাহাড় থিকে বারোশো ইকরের গাছ কেইটে লিল‍্য।
কুত‍্য বনভূমি নষ্ট হইল্য!
বনভূমি নষ্ট হইল্য তো পরিবেশ নষ্ট হইল্য।
পরিবেশ নষ্ট হইল্য তো মেঘ উড়ান বন্ধ হইল্য।
মেঘ উড়ান বন্ধ হইল্য তো বিষ্টি বন্ধ হইল‍্য।
বনবাসীদের গাছের ডাল-পাতা কুড়ান বন্ধ হইল্য।
উসব জ্বালান দিয়ে মুরা ভাতটো রাইধতাম বট‍্যে!

আরে শালো, জল, জমিন, জঙ্গল–
মোদ্দা কথাটো হইল্য মুদের জীবন শুকাইন গেল।

উবার শালো সরকার বারোশো একর জমি লষ্ট কইরে পুরুলিয়া পাম্প স্টোরেজ পজেক্ট– কি বাহারি নাম রে শালো! ই বানাইলো বটে।
ন শো মেগাওয়াট বিদ্যুৎ হইল্য বটে
মুদের জীবনে তো আলোর চমকাইন লাই!
কিন্তু লক্ষ লক্ষ গাছ উপড়াইন যাইল।
উপড়াইন দিল সরকার।
উখানে পাহাড়ে ইখন কুনো গাছ লাই তো
মেঘ ধাক্কা খাইবে কেমনে?
অযোধ্যা মা রুখাশুখা হইয়ে গেল।
ইখন আবার শালো সরকার তুরগা জল বিদ‍্যুৎ পকল্প বনাইবে বুইলছে।
বারো লক্ষ গাছ উ শালোরা মেইরে ফেলবে।
করাত কুড়াল দিয়ে উ শালারা মুদের বুকের ধন নিধন কইরবেক।

মুরা ইবার শালো তুরগা ঝর্ণাকে ধ্বংস হতে দিবক লাই।
মুদের জঙ্গলকে টুকরা কইরতে দিবক লাই।
মুরা শালো অযোধ্যা মানে জানি রে!
যেখানে শান্তি থাকে রে শালো
যেখানে যুদ্ধ হয় না
উ জাগাটোকে বলে অযোধ্যা।

কিন্তু কান খুইলে শুনরে সরকার!
মুরা অ-যোদ্ধা লই রে অ-যোদ্ধা লই।
মুরা মারাংবুরুকে দেবতা মানি।
এই বনভূমিকে দেবতা মানি।
মুরা সিধু কানহু বিরসার সাচ্চা বাচ্চা!

ভোট আইছে ইখন।
তুদের মুদের লিগ্যে দরদ উপচাইন পইড়ছে।
মুরা মুদের মাটির দিয়ালে তুদের ঘাসফুল, পদ্মফুল, হাত, কাস্তে, হাতুড়ি
আর কুনো কিছুই আঁইকতে দিবক লাই।
রাইজনীতি মাইরছে শালোরা!
আদিবাসী বনবাসীদের জীবন খতম কইরে রাজনীতি মাইরছে।

ইখানে শালো আদিবাসী ছেইলেদের সরকারী কুনো কাম লাই।
মুদের বেলায় সিকুরিটি গার্ড।
নিজের বেলা মন্তী মিনিস্টর!
স্বাস্থ্যকেন্দ নামেই স্বাস্থ্যকেন্দ।
অসুখ হইল‍্য তো ডাক্তারবাবু বুইলছ‍্যে তুকে বড় হাসপাতালটোতে রিফার কইর‍্যে দিলম!
ইংরেজি মারাইছ‍্য তুমি ডাক্তর!
ইখন অত্ত দূরের রাস্তার হ‍্যাপা তুমি বুঝ!
তুমি তো কলমটো চালায়ে লাইনটো লিখ‍্যে খালাস!
সরকার স্কুল মারাইনছে কিন্তু কুনো মাস্টর লাই।
মুদের কইলজে ফাটছে কিন্তু কলেজ লাই।
তুরগা ঝর্ণাকে উরা বাঁধ দিয়ে আটকাইন দিবে,
রিসর্ট বনাইবে, ফুর্তি মাইরবে!
বনের ইসব পশুপাখি, ময়ূর, হরিণ, সাপ, খরগোশ, বনবিড়াল, শুয়োর,
আর ইত্ত সুন্দর সুন্দর পাখি কুথা যাবেক রে শালো!

তুরা শুনরে!
কর্পোরেট দানো-দৈত‍্য গিলে লিবেক মুদের।
সরকার মদত দিচ্ছে উদের।
ই বাংলা থিকে আশি হাজার আদিবাসী উচ্ছেদ হবেক।
খয়রাবেড়া ড্যামের পারে উরা রিসর্ট বনাইনছে।
মুদের রক্ত চুইষ‍্যে উরা ফুর্তির আবাস বানাইনছে!
পাঁচ হাজার গাছ উপড়াইন দিছে।
অনেক হইছে আর লয়।

আরে সিধো- কানহো-বিরসার বাচ্চারা! ধরতীপুত্ররা শুন!
মুরা শালো বিটিশ ঠেকাইন দিছি
সিধু-কানহুকে ফাঁসিতে লটকাইন দিছে ইংরেজ শালোরা
আর ই শালো দিশি দালালদের রুখতে পারবোক লাই মোরা?
আরে আবার হুল বনাইতে হবেক।
সান্তাল বিদ্রোহ করতে হবেক।
শহিদদের ইজ্জত রাখতে হবেক।
বনভূমি বাঁচাতে হবেক। আদিবাসী বাঁচাতে হবেক।

তীর ধনুক লাও, টাঙ্গি উঠাও।
আরে তুরা স্লোগান তুল—পরিবেশ বাঁচাও
তুরগা বান্দু কাঁঠাল জল পকল্প হটাও!

পুরুল‍্যার কাঙ্কর মাটি বড় লাল!
মাথাটো উঁচা কইরে দ‍্যাখ!
ইখন বসন্তকাল, কিমন তাকাইনছে শিমুল
কৃষ্ণচূড়া পলাশ!
আরে সময় আইছে, শুন্ কি বুইলছে
সিধু কানু বিরসা—
লাশ! জল জমি জঙ্গলের লিগ‍্যে
আরো দিতে হবে রে লাশ!

হুল!হুল!চাই
উলগুলান কইরে বাঁচতে চাই…