অবতক খবর,৩ অক্টোবর:*মনোজ ভার্মা:*
আপনাদের প্রত্যেককে প্রথমে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। কলকাতা পুলিশ দুর্গাপূজা নিয়ে সব রকম প্রস্তুতি নিয়েছে ট্রাফিক থেকে শুরু করে ক্রাউড ম্যানেজমেন্ট সমস্ত তাই ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। এছাড়াও নিরাপত্তা দিকটাও ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সিনিয়র অফিসাররাও বেশ কয়েকবার পরিদর্শন করেছেন প্যান্ডেল গুলোতে। পুজো উদ্যোক্তা যারা আছে তাদের সাথে বেশ কয়েকবার কথাও হয়েছে , মিটিং হয়েছে। আজকে আমরা ফাইনাল পরিদর্শন করলাম মন্ডপগুলোতে। শেষ মুহূর্তে যদি কোনোরকম চেঞ্জ দরকার হয় সেটা আমরা সাথে সাথে জানিয়ে দিচ্ছি পুজো উদ্যোক্তা দের। আমরা প্রস্তুত আছি সব দিক থেকে। আমার দৃড় বিশ্বাস অফিসার দের প্রতি আছে। কলকাতা পুলিশ সব দিক দিয়েই প্রস্তুত রয়েছে বলে জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা।
*রূপা গাঙ্গুলী গ্রেপ্তার নিয়ে কলকাতা নগর পাল মনোজ ভার্মা বললেন,
এই ঘটনা নিয়ে গতকাল ডিসি এসএসডি বিদিশা কালিতা আপনাদের পুরো বিষয়টা জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যা যা করণীয় আছে সব করা হবে। গতকাল রাতে রূপা গাঙ্গুলী বাঁশদ্রোণী থানায় আসেন এবং উনি বললেন যাকে প্রথমে আটক করা হয়েছে এবং পরে গ্রেফতার দেখানো হয়েছে তাদের কে অবিলম্বে মুক্তি দিতে হবে । আমরা জানিয়েছি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে তাই যা করার আদালত থেকেই করতে হবে। তার পরেও তিনি মানতে নারাজ এবং তাকে তার পর আটক করা হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে তার বিরুদ্ধে বলে জানালেন কলকাতার নগর পাল মনোজ ভার্মা।