অবতক খবর,৩১ জানুয়ারি: ঘটনাটি ঘটেছে নিউ বারাকপুর পুরসভার নেতাজী সুভাষ রোডে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দু বছর ধরে জনৈক একটি মেয়ের সাথে লিভ টুগেদার করতেন চাদঁপুর লেনিনগড় ই ব্লক নিবাসী কৃষ্ণ রায় (২৭)।দু বছর শুধু লিভ টুগেদার নয় মহিলার পয়সায় রীতিমতো আয়েশ করতেন গুনধর কৃষ্ণ।

কিন্তু দু বছর পরে হঠাৎ পাত্রী না পসন্দ হওয়াতে এবং চাহিদা মতো টাকা পয়সা না দেওয়াতে মেয়েটিকে মারধর করে মুখ ফাটিয়ে দেয় অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে নিউ বারাকপুর থানার অন্তর্গত পুরসভার ৯নং ওয়ার্ডে নেতাজী সুভাষ রোডে। মারধরে যখন অসুস্থ হয়ে পড়ে মেয়েটি তখন তার চিকিৎসার কোনও সাহায্য করেনি গুনধর অভিযুক্ত। মেয়েটি মধ্যমগ্রামের একটি বিউটি পার্লারে বিউটিসিয়ানে কাজ করে বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে ২৯ জানুয়ারি বুধবার বিকেলে।

তারপর বিউটি পার্লারের মালিক মেয়েটি কে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে শুক্রবার নিউ বারাকপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। মেয়েটির অভিযোগের ভিত্তিতে নিউ বারাকপুর থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু হয়। এবং শুক্রবার পুলিশ অভিযুক্ত কে গ্রেপ্তার করে। ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক অভিযুক্ত কে জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন।