অবতক খবর,২১ এপ্রিল,মালদহ: রবিবার, মালদহের নালাগোলার সভা থেকে দূর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বেলা ৩টা নাগাদ হেলিকপ্টারে করে উত্তর মালদহের দলীয় প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে ভোট প্রচারে আসেন তিনি। তিনি বলেন,“ তৃণমূলের আমলে বাংলায় দূর্নীতি হয়েছে। তৃণমূলের অনেক নেতা মন্ত্রী দূর্নীতির দায়ে জেলের হাওয়া খাচ্ছেন।

বাংলা চৈতন্য দেব, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহাপুরুষদের পূর্ণ্য জন্মভূমি।” সন্দেশখালির প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। তিনি বলেন,“মমতা দির নামই শুধু মমতা আছে। স্বভাব, কাজে তাঁর মমতা নেই।” আবাস যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যান যোজনা নিয়েও তিনি সরব হন। তৃণমূলের পাশাপাশি কংগ্রেসকেও কটাক্ষ করেন রাজনাথ।