অবতক খবর,৭ ডিসেম্বর: আবাস যোজনার নামের তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি বিজেপির । অভিযোগ রাজ্যজুড়ে আবাস যোজনার ঘরের তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় প্রকৃত ব্যক্তিদের নাম নেই এমনকি যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরই তালিকায় নাম রয়েছে।
সমীক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তারা সঠিকভাবে কোন তথ্য যাচাই করেনি। প্রকৃত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আবাস যোজনার ঘর দিতে হবে এই দাবি নিয়ে বিজেপির ডেপুটেশন কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার ওবিসি মোর্চার জেলা সভাপতি অমিত সাহা এছাড়াও উপস্থিত ছিলেন জেলার ভাইস প্রেসিডেন্ট দিলীপ কুমার বর্মন সহ বিজেপি কর্মীরা।