অবতক খবর,২৪ নভেম্বর: দুর্নীতির অভিযোগে বিধায়ক জেলে আর সংসদের জন্মদিন পালন চলল কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া।
জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার কাকলি ঘোষ দোস্তিদারের জন্মদিন পালন চলল কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া ।
হাবরা এক নম্বর ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা জাকির হোসেনের নেতৃত্বে হাবরার জিওলডাঙ্গা এলাকায় বারাসাত লোকসভার সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এর জন্মদিন পালন করে তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা।
দিনভর একাধিক অনুষ্ঠান চলে, হাবরা হাসপাতালে রোগীদের ভেতর ফল বিতরণ ও গরিবদের শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
সন্ধ্যায় জিওলডাঙ্গা এলাকায় তৃণমূল পার্টি অফিসে কেক কেটে জন্মদিন পালন করা হয় সংসদের।
পরবর্তীতে শতাধিক মানুষকে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় মেনুতে ছিল ভাত, ডাল, আলুর দম, মাংস, চাটনি, পাপড়, মিষ্টি
হাবরার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী দুর্নীতির দায়ে জেলে থাকলেও কিছুদিন আগে তার জন্মদিন পালন করে তার অনুগামীরা।
তারপরে কাকলি ঘোষ দস্তিদার এর অনুগামীদের এই জন্মদিন পালন এবং কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়া যা জানিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। প্রত্যেক বছর কেক কেটে জন্মদিন পালন করা হলেও এ বছর নতুন করে শতাধিক মানুষকে খাওয়ানো হলো মাংস ভাত।