অবতক খবর,২৫ অক্টোবর: গত ২৩ শে অক্টোবর ২০২৩ হরিণঘাটা থানার অন্তর্গত বিরহী বাগের হোটেলের কাছে বাইক দুর্ঘটনায় আহত হন নদীয়া বিরহী রায়পাড়ার বাসিন্দা শুভ দাস। তাকে প্রথমে কল্যাণী জে এন এম হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে বারাসাত বি এন টি নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় শারীরিক উন্নতি না হওয়ায় কলকাতা SSKM এ নিয়ে যাওয়া হয়।কিন্তু বেড না পাওয়ায় বর্তমানে শুভ সাগর দত্ত হসপিটালে চিকিৎসাধীন।
ছেলেটির চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ।কিন্তু তার পারিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্যে চিকিৎসা ঠিক মত চালাতে পারছে না।
শুভর পরিবার এবং আমরা অবতক খবরের পক্ষ থেকে পাঠকদের কাছে অনুরোধ নিজের সামর্থ অনুযায়ী সাহায্য করুন ছেলেটির চিকিৎসা চালানোর জন্য।
নিম্নে রইল সমস্ত বিবরণ —-